সুনামগঞ্জের ১১টি উপজেলায় ২৭৮ জন মুক্তিযোদ্ধার মনোনয়ন দাখিল

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ১১টি উপজেলায় ২৭৮ জন মুক্তিযোদ্ধা বুধবার মনোনয়ন দাখিল করেছেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদে ১৭টি পদে এবং উপজেলায় ১১টি পদে ২৭৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উপজেলা গুলো হচ্ছে, সুনামগঞ্জ সদর, দণি সুনামগঞ্জ দিরাই, শাল্লা, জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক ও জগন্নাথপুর।

সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলার ১১’টি উপজেলায় নিজ নিজ উপজেলা নির্বার্হী কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র দাখিল দাখিল করেছেন।

সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয় জানায়, সুনামগঞ্জ সদর উপজেলায় ১১ জন, দণি সুনামগঞ্জ দু’টি প্যনেলে পদে ২২ জন, দিরাইয়ে দু’টি প্যানেলে ২৩ জন এর মধ্যে কমান্ডার পদে ১ জন স্বতন্ত প্রার্থী, শাল্লায় দু’টি কমান্ডারের পদসহ দুটি প্যানেলে ১৭, জামালগঞ্জে কমান্ডরের ৩টি প্যানেলে ৩৩ জন, ধর্মপাশায় কমান্ডারের পদে দু’জনসহ ১৭ জন, তাহিরপুরে দু’টি প্যানেলে ২২জন, বিশ্বম্ভরপুরে দু’টি প্যানেলে ২২জন, দোয়ারাবাজারে দু’টি প্যনেলে ২২, ছাতকে দু’টি প্যনেলে ২২ ও জগন্নাথপুরে দু’টি প্যানেলে ২২ জন এবং জেলা কমান্ডে ৩৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।।

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের রির্টানিং অফিসারের কার্যালয় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট এর কার্যালয় আরো জানায় ১১ টি উপজেলায় মোট মুক্তিযোদ্ধা হচ্ছেন ০২ হাজার ০৭ শ ৫২ জন। এর মধ্যে মৃত মুক্তিযোদ্ধা হচ্ছেন ৭৬ জন।

সুনামগঞ্জ সদর উপজেলায় ০৪ শ ০৬ জন মুক্তিযোদ্ধার এর মধ্যে মৃত মুক্তিযোদ্ধা হচ্ছেন ০৭ জন।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৮৬ জন এর মধ্যে মৃত ০১ জন।
দিরাই উপজেলায় ০৪ শ ২০জন এর মধ্যে মৃত ০৬ জন।

শাল্লা উপজেলায় ০১ শ ৬১ জন এর মধ্যে কোন মৃত মুক্তিযোদ্ধা নেই।

জামালগঞ্জ উপজেলায় ০১ শ ১৮ জন এর মধ্যে মৃত ০২ জন।

ধর্মপাশা উপজেলায় ৭৮ জন ।

তাহিরপুর উপজেলায় ০২ শ ০৮ জন এর মধ্যে মৃত ০৮ জন।

বিশ্বম্ভরপুর উপজেলায় ০৩ শ ১১ জন এর মধ্যে মৃত ১৪ জন।

দোয়ারা বাজার উপজেলায় ০৫ শ ৩২ জন এর মধ্যে মৃত ১২ জন।

ছাতক উপজেলায় ০৩ শ ৫০ জন এর মধ্যে ২৪ জন এবং জগন্নাথপুর উপজেলায় ৮২ জন এর মধ্যে মৃত ০২ জন।

এ নির্বাচনের ৪ মে বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১১ মে, ১২ মে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৪ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ৪ জুন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

x