২৬ মে পবিত্র শবেমেরাজ
বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে।
বৃহস্পতিবার থেকে রজব মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ২৬ মে সোমবার রাতে সারাদেশে পবিত্র শবেমেরাজ উদযাপিত হবে। বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব হাসান জাহাঙ্গীর আলম।
ইসলাম ধর্মের অনুসারীরা বিশ্বাস করে ২৬ রজব রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) বেহেশতি যানে চড়ে ঊর্ধ্বাকাশে গমন করেন এবং আল্লাহর সাক্ষাৎ পান। মুসলমানদের ৫ ওয়াক্ত নামাজ মেরাজের রাতে ফরজ করা হয়। সারাবিশ্বের মুসলমানরা দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মাকসুদুর রহমান পাটওয়ারী, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পারিচালক শাহ আলম, স্পারসোর পিএসও শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী উপস্থিত ছিলেন।