দক্ষিণ সুনামগঞ্জে বজ্রপাতে দুই জনের মৃত্যু

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জামলাবাজ ও দেখার হাওরে বজ্রপাতে বৃহস্পতিবার সকালে আশিকুর রহমান (১২) নামে এক কিশোর ও তাজুল ইসলাম নামের এক ধানকাটার শ্রমিকের মৃত্যু হয়েছে।

সকাল ৮ টারি দিকে সাংহাইর ও দেখার হাওরে এ ঘটনা ঘটে।

আশিক উপজেলার জামলাবাজ গ্রামে আব্দুল কাদেরের ছেলে এবং ধান কাটার শ্রমিক তাজুল সিলেটের গোয়াইন ঘাট উপজেলার মনাই কান্দি গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে আশিকুর সাংহাই হাওরে ধান কাটলে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

অপর দিকে একই সময়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের দেখার হাওরের চিকারকান্দি গ্রাম এলাকায় ধান কাটতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পূর্বপাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক খান তাজুলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, তাজুলের স্বজনদের কে ঘটনার খবর দেওয়া হয়েছে।

অপরদিকে দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল আমিন কিশোর আশিকের মৃত্যুর বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।

x