ওসমানী বিমানবন্দরে ৪ কেজি সোনাসহ আটক ১১
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বার বহনের দায়ে ১১ জনকে আটক করা হয়েছে।
সৌদি আরবের জেদ্দা থেকে আসা একটি বিমানে তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় বারগুলো উদ্ধার করা হয়।
বিমানবন্দর ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, আটকদের মধ্যে মধ্যপ্রাচ্য ফেরত শ্রমিক কামালের কাছ থেকে আটটি, রফিক আহমেদের কাছ থেকে তিনটি ও অন্য ৯ জনের কাছ থেকে একটি করে স্বর্ণের বার উদ্ধার করা হয়।