শিক্ষার্থীদের দুপুরের খাবার ও পোষাক দেওয়ার পরিকল্পনা করছে সরকার
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগামীতে শিক্ষার্থীদের দুপুরের খাবার ও পোষাক প্রদানের সরকারের পরিকল্পনায় রয়েছে। তিনি বলেন, শিক্ষা,স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে এ ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের ফলে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অমরিয়া, মির্জাপুর, মানিকপুর, হাসনাবাজ,কসনা, আসামপুর ও কামরূপদলং সরকারি প্রথমিক বিদ্যালয়ের নবণির্মিত ভবন উদ্বোধন কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শিক্ষা ক্ষেত্রে সরকারের পরিকল্পনা দেশে বিদেশে প্রসংশিত হয়েছে। সরকার বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তোলে দিয়ে শিােেত্র দৃষ্ঠন্ত স্থাপন করেছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে
সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এসব শ্াি প্রতিষ্ঠনের ভবন গুলো ণির্মিত হয়। এর ফলে প্রায় দুই হাজারের অধিক শিক্ষার্থী উন্নয়ত পরিবেশে প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাবে।
এ সময় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া, উজানী গাঁও গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার আগামী ৪ বছরের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যূৎ পৌছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, যারা জাতিকে বিভ্রান্ত করে বিভেদ সৃষ্টি করতে চায় তাদের ব্যাপরে দেশবাসীকে সজাগ থাকতে ।
পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্ববধানে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য বিদ্যুৎ সংযোগ প্রদানের ফলে এক শত পঞ্চাশটি পরিবার বিদ্যুৎ ব্যবহারের সুয়োগ পাবে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস-মির্জাপুর-জামলাবাজ ও নোয়াখালিবাজার পাকা সড়কের উদ্বোধন কালে মান্নান বলেন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যামে গ্রামীণ অর্থনীতি গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে গ্রামের মানুষের জীবনযাত্রার মানবৃদ্ধিসহ গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধি হয়। তাই সরকার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে। যার সুফল জনগণ ইতমধ্যে পেতে শুরু করেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্য এ পাকা সড়কটি ণির্মিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, দণি সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা এলজিইডি প্রকৌশলী ইকবাল আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম সোহেল পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, দণি সুনামগঞ্জ উপজেলা ভূমি অফিসার সোহেল মাহমুদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর, জয়কলস ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ মিয়া, অ্যাড. গৌরাঙ্গ পদ দাস, দণি সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ম- আহ্বায়ক মনিরুজ্জামান সুজন, স্বেচ্চাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিপন তালুকদার, সহ সভাপতি নুর হোসেন, সাধারণ স¤পাদক শাহিনুর আলম শাহীন প্রমুখ।