হাসপাতাল ছাড়লেন মেয়র আরিফুল

হৃদরোগে আক্রান্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ত্যাগ করেছেন শুক্রবার।

মেয়রের পারিবারিক সূত্র জানায়, আরিফুল হক বর্তমানে বারিধারায় এক আত্মীয়ের বাসায় রয়েছেন। সেখানে সপ্তাহখানে অবস্থান শেষে সিলেট ফিরবেন।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল রাত পৌনে ৮টায় মেয়র আরিফুল হক চৌধুরী হৃদরোগে আক্রান্ত হন। তাকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ২টায় মেয়র দ্বিতীয়বার হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এনজিওগ্রাম করার পর মেয়রের হার্টে ব্লক ধরা পড়ে। ওই দিনই তার হার্টে রিং পরানো হয়।

x