দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগের পাল্টা-পাল্টি মিছিল পুলিশের বাধা
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগের দু’টি গ্র“প পাল্টা-পাল্টি মিছিল করেছে। এসময় সংঘর্ষ এড়াতে থানা পুলিশ বাধা দেয়।
পুলিশের বাধা উপো করে মিছিল সমাবেশ করতে চাইলে পুলিশ ও ছাত্রনেতাদের মধ্যে মৃদু হাতহাতির ঘটনা ঘটে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বিকেল ৫টার দিকে নব গঠিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রলীগ কমিটির আহবায়ক বদরুল আলম টিপুর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানার সামনে এলে পুলিশের বাঁধা দেয়। এ সময় মিছিলটি বাধা অতিক্রম করে শান্তিগঞ্জ বাজারে আসলে পুলিশ ও ছাত্রলীগের নেতা কর্মীদের কথা কাটাকাটি হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ছাত্রলীগের মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
একই সময়ে ছাত্রলীগের অপর আংশের সহ-সভাপতি নূর হোসেনের নেতৃত্বে পাল্টা বিােভ মিছিল করে ।
দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, ছাত্রলীগের দু’গ্র“পের মধ্যে সংঘর্ষ এড়াতে কোন গ্র“পের নেতা কর্মীদের অনুমতি দেওয় হয়নি। তাই শান্তিগঞ্জে পুলিশ মোতায়েন করা হয়েছে।