ভারতের রাষ্ট্রপতির সাথে পীর হাবিবের সাক্ষাত
সুনামগঞ্জের কৃতিসন্তান, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গত বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথে ভারতীয় রাষ্ট্রপতির ভবনে একান্ত সাক্ষাতে মিলিত হন।
সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একঘণ্টা দীর্ঘ এই সাক্ষাতে পীর হাবিব ভারতের রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময়ের পর বিভিন্ন বিষয়ে আলাপ করেন। এর মধ্যে ছিল দু’দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা ইত্যাদি।
এসময় পীর হাবিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনিম এবং যুবনেতা সৈয়দ আসম মনোয়ার।