গণমাধ্যম রাষ্ট্র যন্ত্রের ভারসাম্য রক্ষা করে
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ সুনামগঞ্জে আলোচনা সভায় বক্তরা বলেছেন, গণমাধ্যম রাষ্ট্রযন্ত্রের ভারসাম্য রক্ষা করছে। তারা বলেন, গণমাধ্যমের ফলে দেশে যে কোন স্থানের যে কোন গোষ্ঠী বা দপ্তরের দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা খবর প্রকাশ হলে।
প্রশাসন যন্ত্রে দৌড়যাপ শুরু হয়। ব্যবস্থা নেওয়া হয় দায়ী গোষ্ঠী, সম্প্রদায় কিংবা সংশ্লিষ্ট দপ্তরের দায়ীদের ওপর।
শনিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারে সুনামগঞ্জ স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা কর্মেেত্র সাংবাদিকদের নিরাপত্তা জোরদারেরও আহবান জানান।
সিলেট বিভাগীয় স্থানীয় সরকার সাংবাদিক ফোরামের সদস্য বিজন সেন রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাফায়াত মাহবুব চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন রঙ্গারচর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ রাজা চৌধুরী লণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, সাংবাদিক পঙ্কজ দে, আবেদ মাহমুদ চৌধুরী প্রমুখ।