জগন্নাথপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১০
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনহার মিয়া ও শাহারপাড়া গ্রামের সেবুল মিয়ার মধ্যে শনিবার দুপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষে ১০ আহত হয়েছে।
শনিবার দুপুর ২ টার দিকে উপজেলার ছাপাতির হাওরে এ ঘটনা ঘটে।
গুরুতর অহতদের মধ্যে সৈয়দ সাহান মিয়া(৪০) গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সৈয়দ হাবিল মিয়া(২৮),সৈয়দ আনকাই মিয়া(৫০) ও সৈয়দ জামাল মিয়া (৩০)কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের বিষয়টি জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মধুসুদন সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনহার মিয়ার ছাপাতির হাওরের বোরো জমির ধান একই ইউনিয়নের শাহারপাড়া গ্রামের সেবুল মিয়া জোরপূর্বক কেটে নেওয়ার খবর পেয়ে আনকার মিয়া ঘটনাস্থলে গিয়ে তাকে বাধা দিতে গিয়ে বাকবিতন্ডার পর উভয় পরে লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ১০ জন আহত হয়।
সংঘর্ষেও এক পর্যায়ে শাহারপাড়া গ্রামের সেবুল মিয়ার পক্ষের লোকজন বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে সৈয়দ সাহান মিয়া গুলিবিদ্ধ হন।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পাঠানো হয়েছে।