ছাতকের গোবিন্দগঞ্জে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ
ছাতকে পরিবহন শ্রমিককে মারধর করার প্রতিবাদে গোবিন্দগঞ্জে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে অটোটেম্পু-অটোরিক্সা শ্রমিকরা।
শনিবার দুপুর ১টা থেকে বেলা ২টা পর্যন্ত একঘন্টা সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় এ অবরোধ পালন করে শ্রমিকরা।
এসময় সড়কের উভয় পাশে দুই শতাধিক গাড়ি আটকে পড়ে যানজট সৃষ্টির হয়।
খবর পেয়ে ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি ঘটনাস্থলে ঘটনাস্থলে পৌছে ব্যবস্থা নওেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে লামাকাজি এলাকার ফোরষ্ট্রোক চালক ফয়জুল অবৈধভাবে যাত্রী পরিবহনের চেষ্টা করলে গোবিন্দগঞ্জ ষ্ট্যান্ডের চালকরা এতে বাঁধা দেয়। এ ঘটনায় ফয়জুলের সাথে চালকদের হাতাহাতির ঘটনা ঘটে।
পরে শনিবার সকালে লামাকাজি এলাকায় গোবিন্দগঞ্জের গাড়ীসহ চালকদের আটক ও মারধর করে লামাকাজি রইছ আলীর ছেলে ফয়জুল ও ফখরুল।
এ ঘটনার প্রতিবাদে গোবিন্দগঞ্জ এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এ ব্যাপারে ছাতক থানা ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সুনামগঞ্জ মিররকে জানান, বর্তমানে সিলেট-সুনামগঞ্জ সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।