ছাতকে ফুল-কলি একাদশের প্রীতি ফুটবল ম্যাচ
মাদককে না, জীবনকে হ্যা বলুন- এ শ্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ ছাতক পাবলিক খেলার মাঠে (মন্টু বাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী।
আকর্ষনীয় ফুটবল ম্যাচে মুখোমুখি হয় সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে ফুল একাদশ ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের নিয়ে কলি একাদশ।
ফুল-কলি ফুটবলদলের আকর্ষনীয় ক্রিড়া নৈপুন্য দেখতে মাঠে উপস্থিত হয় হাজারো দর্শক। খেলার প্রথমার্ধে মুরাদের দেয়া গোলে কলি একাদশ ১-০গোলে এগিয়ে যায়।
প্রথমার্ধের শেষ মুহুর্তে কর্নার শর্ট থেকে হেড দিয়ে গোল করে সমতা ফিরিয়ে আনেন ফুল দলের ষ্ট্রাইকার শমশের।
দ্বিতীয়ার্ধের খেলায় আর কোন গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়।
ট্রাইবেকারে ৪-২গোলে ফুল একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
পরে বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি শামীম আহমদ চৌধুরী। এ সময় হাজী ইসকন্দর আলী, প্রেসকাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ভ্যাট ও কাষ্টম কর্মকর্তা সিরাজ দেওয়ান, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহীন আহমদ চৌধুরী, ব্যবসায়ী হাজী দুদু মিয়া, সাবেক ফুটবলার মঈন উদ্দিন, দিপক দাস, শিক আবুল বশর, কামাল উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন, সাবেক ফুটবলার নিপুল আমীন এবং ধারা বর্ণনা করেন সুমন আহমদ ও সেলিম মাহবুব।