সুনামগঞ্জে যুবকের ৬ মাসের কারাদণ্ড
সুনামগঞ্জে সরকারি কাজে বাধাদান ও কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগে সৈয়দ ইশতিয়াক আহমদ রিপন (৩২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুর ২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ সিংহ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত রিপন সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি গ্রামের সৈয়দ মর্তুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি কাজে রিপন সুনামগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে যায়। এ সময় ভূমি অফিসের এক কর্মচারীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অফিসের কয়েকটি কাগজ ছিঁড়ে ফেলেন।
এরপর ভূমি অফিস থেকে সুনামগঞ্জ থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে স্বাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপনকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল হাই বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।