তাহিরপুরে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত সংলগ্ন যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল ময়েজ (৪৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেল ৩টার দিকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) মো. সোলায়মান।
ময়েজ জেলার জামালগঞ্জ উপজেলার তেলিয়া সাহাপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে উপজেলার যাদুকাটা নদীর ঘাঘড়া গ্রামের সামনে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় আব্দুল ময়েজকে একটি স্টিলবডি নৌকাসহ আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্য প্রমাণ শেষে তাকে এ জরিমানা করা হয়। জরিমানা আদায় শেষে বিকেলে নৌকাটি ছেড়ে দেওয়া হয়।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল সুনামগঞ্জ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।