সুনামগঞ্জে জাল টাকা ও নকল স্বর্ণসহ আটক ৪
সুনামগঞ্জে র্যাব পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার জাল টাকার নোট ও নকল সোনাসহ রোববার ৪ জনকে আটক করেছে।
জাল টাকাসহ অটককৃতরা হচ্ছে, আবুল কালাম (৫০) জজ মিয়া (৩৫)।
আবুল কালাম দোয়ারা বাজার উপজেলার ফরশ্বয়ীপুরের মৃত আলী নেওয়াজের ছেলে ও জজ মিয়া (৩৫) একই উপজেলার টোবলাই বাজার গ্রামের মৃত সামছু মিয়ার ছেলে ।
রোববার দুপুর পৌনে ১টায় তাদের আটক করা হয়।
র্যাব জানায়, সুনামগঞ্জ শহরের উকিল পাড়ায় ঝুমুর ডিজিটাল স্টুডিউ থেকে অভিযান চালিয়ে ৫০ (১হাজার টাকা নোট) হাজার জাল নোটসহ এ দু’জনকে আটক করা হয়।
অপর দিকে, সকাল ১১ টার দিকে শহরের মল্লিকপুর এলাকায় জেলা পরিষদের সামনে থেকে পাঁচ ভরি নকল স্বর্ণ বিক্রয়কালে শামিম মিয়া (৩৫) ও ওমর ফারুক (৩০) নামের দুইজনকে আটক কওে র্যাব-৯এর সুনামগঞ্জ ক্যাম্প।
শামিম মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার মাজিউল গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও ওমর ফারুক একই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ।
র্যাবের ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩ এর সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লা আল মামুন বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করে জানান, দু’টি ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।