সুনামগঞ্জে গ্লোবাল অ্যাকশন প্রেসব্রিফিং
শিা ও প্রতিবন্ধিতা সমঅধিকার ও সমসুযোগ গোবাল অ্যাকশন সপ্তাহ ২০১৪ উপল্েয সুনামগঞ্জে প্রেসব্রিফিং করেছে গণস্বারতা অভিযান ও পদ্মা।
রোববার দুপুরে স্থানীয় পৌর বিপনীকে এ প্রেসব্রিফিং এ লিখিত বক্তব্য রাখেন, পদ্মার প্রেগ্রাম অর্গেনাইজার মুনসুর আহমদ।
লিখিত বক্তব্য মুনসুর বলেন,জেলার কোন শিশু যেন শিার আলো থেকে বঞ্চিত না হয়। বিশেস করে প্রতিবন্ধী শিশুরা ও সমাজের একটি অংশ । তাদের অবহলোর চোখে না দেখে তাদের ও সমঅধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি এ ব্যপারে গণমাধ্যকর্মীদেও সহযোগিতাও চান।
এসময় উপস্থি ছিলেন, সাপ্তাহিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায় পদ্মার প্রকল্প সমন্বয়কারী মো. রুহুল আমীন,পদ্মা আপনজনের স্বাস্থ্যকর্মী মোছা. খালেদা বেগম শাকী প্রমুখ।