দক্ষিণ সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়সুদ্ধি গ্রামে দু’পক্ষের সংঘর্ষে সুরত আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় ৩ জন আহত হন।

এঘটনায় জড়িত সন্দেহে আলা উদ্দিন(৫৫) তার স্ত্রী ফলেছা বেগম (৪৫), ছেলে শায়েস্তা উদ্দিন(২৫) ও মেয়ে ইমরানাকে(৫৫) আটক করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুরত আলী জয়সুদ্ধি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, খড় শুকানোকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে সুরত আলী ঘটনাস্থলেই মারা যান।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন সুনামগঞ্জ মিররকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হযেছে।

x