জগন্নাথপুরে আগুন পুড়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় খড়ের ঘরে সৃষ্ট অগিকাণ্ডে শাহিন (৩৫) নামে অপ্রকৃতিস্থ এক যুবক ‍ভস্মীভূত হয়ে মারা গেছেন।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী খালিসাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শাহিন পাটলী খালিসাপাড়া গ্রামের মৃত রফু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শ‍াহিন দীর্ঘদিন ধরে অপ্রকৃতিস্থ থাকার কারণে স্বজনরা তাকে বেঁধে রেখে চিকিৎসা করাচ্ছেন। মাঝেমধ্যে শাহিন ভাল আচরণ করলে তার বাঁধন খুলে দেওয়া হয়।

রোববার বিকেলে ৫টার দিকে শাহিনের খড়ের ঘরে আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে দেখে শাহিন ঘরের ভেতর শুয়ে আছেন। কিন্তু ঘরে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আন‍ার আগেই শাহিন পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

পাটলী ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, জগন্নাথপুর থানায় খবর দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে শাহিন নিজেই ঘরে আগুন দিয়ে শুয়ে ছিলেন।

x