সুনামগঞ্জে বাস খাদে পরে আহত ৮
সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় একটি যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নীচে [খাদে] পরে সোমবার ৮ জন আহত হয়েছে।
বিকেল সোয়া ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত সুদিপ দেব নাথ[৩০] ও হারুণ মিয়া [৪৫]কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাৎণিকভাবে অন্যান্য আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আহতদের চিকিৎসার বিষয়টি সুনাসগঞ্জ সদও হাসপাতালের জরুরী বিভাগ নিশ্চিত করেছে।
প্রত্যদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মিনিবাস সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নীচে পরে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে। এতে ৮ জন আহত হয়।
সুনামগঞ্জ ট্রাফিক সার্জেন্ট তুহিন বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, চালক ও হেল্পার পালিয়ে গেছে।