দক্ষিণ সুনামগঞ্জে চার জোয়ারি আটক
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস বাজারের একটি চায়ের স্টল থেকে চার জোয়ারিকে মঙ্গলবার আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার উজানীগাঁ গ্রামের বাসীন্দা এলাক মিয়া(৪০), একই উপজেলার জয়কলস গ্রামের আকবর আলী (৫০), অখিল দাস(২৮) ও ইসহাক আলী( ৪০)।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার জয়কলস বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের স্টলে জোয়া খেলা অবস্থায় এ চার জনকে আটক করে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই আতিক সুনামগঞ্জ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।