সিলেট-ঢাকা মহাসড়কে দূর্ঘটনা প্রতিরোধের দাবিতে মানববন্ধন
সিলেট-ঢাকা মহাসড়কের ঘন ঘন যানবাহন দূর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবিতে মঙ্গলবার মানবন্ধন করেছে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ।
মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জাতীয় প্রেসকাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
ঘন্টা ব্যাপী মানববন্ধন চলা কালে বক্তব্য রাখেন, দানবীর ড. সৈয়দ রাগীব আলী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সহ-সভাপতি নাজমুল ইসলাম লাকী, সাধারণ সম্পাদক মো. ওয়ায়েছুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, যুব বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন সোহেল প্রমুখ।
এ মানববন্ধনে ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে অর্ংশ নেন।