ডলুরায় বিজিবি-বিএসএফ বৈঠক
দু’দশের সম্পর্ককে আরো সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ করে তুলতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রী বাহীনি বাংলাদেশ বর্ডা গার্ড (বিজিবি) এবং ভরতের বিএসএফ এর মধ্যে সৌর্হাদ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলাবার বেলা ১১ টায় ডলুরা বর্ডার হাটে বিজিবি ও বিএসএফ ব্যাটেলিয়ান পর্যায়ে পর্যায়ে বৈঠক বসে। বাংলাদেশের পে সুনামগঞ্জ-৮ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার এবং ভারতের পে শিলং ৪৪বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট ক্যানল জিৎ সিং।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশনাল অফিসার মেজর মো.কামরুজ্জামান,ডলুরা কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার নুরুল ইসলাম,নারায়নতলা বিওপির কমান্ডার নায়েক সুবেদার মহসিন মিল্কি, এবং শিলং ৪৪ব্যাটালিয়ন বিএসএফ বালাট কোম্পানী কমান্ডার বিএস নেগী প্রমুখ।
উল্লেখ্য, গত ২০১১সালের সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরায় চালু হয় বর্ডার হাট।