বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে বিএনপি
বৃটেন প্রবাসী ও বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের সন্ধান দাবিতে বুধবার সুনামগঞ্জ জেলা বিএনপি নতুন কর্মসুচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতিবার জেলার ১২টি থানায় বিােভ সমাবেশ এবং শুক্রবার জেলার প্রতিটি মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
দুপুর ২ টায় জেলা বিএনপি’র বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, দণি সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, বিএনপি নেতা আশিকুর রহমান আশিক,নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল-নোমান প্রমুখ।
এর আগে বেলা সোয়া ১১ টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে একই দাবিতে জেলা বিএনপি’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী মানববন্ধচলাকালে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, তাহিরপুর উপজেলা পরিদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপি’র নেতা আব্দুল লতিফ জেপি, ওয়াকিফুর রহমান গিলমান, আ.স,ম,খালিদ, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, জেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, নিখোঁজ মুজিবুর রহমানের নিখোঁজ গাড়ি চালক সোহেলের বাবা মুক্তিযেদ্ধা আব্দুল ওয়াহিদ, মুজিবুর রহমানের ভাগনি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম।