রোববার সুনামগঞ্জ জেলায় আধাবেলা হরতাল
বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জ জেলায় আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি ।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় শহরের বিলপাড়ে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলের বৈঠক শেষে এক প্রেসব্রিফিং-এ হরতালের ডাক দেন জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি নেতা আ,ত, ম, মিসবাহ, আ,স,ম, খালিদ, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত, ছাত্রদল নেতা সৈয়দ শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা আকবর চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক আমির হোসেন প্রমুখ।
রোবাবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলবে।
এর আগে দুপুর পৌনে ১২ টায় একই দাবিতে বিােভ মিছিল করে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
বিােভ মিছিলটি শহরের পৌরবিপনি চত্বর থেকে বিােভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, আ,ত, ম, মিসবাহ, আ,স,ম, খালিদ, নাদের আহমদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত প্রমুখ।
উল্লেখ্য, রোববার (৪ মে) বিকেলে গণঅনশন কর্মসূচি শেষে সুনামগঞ্জ শহরের হাজীপাড়ার নিজ বাসভবন থেকে সিলেটে ফেরার পথে নিখোঁজ হন মুজিবুর রহমান ও তার গাড়িচালক সোহেল।