ছাতকে দেড়শ’ কেজি ভারতীয় জিরাসহ ২ সহোদর আটক
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে দেড়শ’ কেজি ভারতীয় জিরাসহ রুবেল মিয়া (২৭) ও জুবায়ের মিয়া (১৯) নামে দুই সহোদরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জিরাসহ তাদের আটক করা হয়।
আটক রুবেল ও জুবায়ের সুনামগঞ্জ সদর উপজেলার মিরেরচর গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে জাউয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে জিরাসহ তাদের আটক করে।
জাউয়া বাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মলাই মিয়া বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, আটক জিরার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।