ছাতকে সড়ক সংস্কারের দাবিতে বিএনপির পদযাত্রা
ছাতক-আন্ধারীগাঁও সড়ক সংস্কারের দাবিতে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন পদযাত্রা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় আন্ধারীগাঁও পয়েন্ট থেকে সহস্রাধিক নেতাকর্মী পদযাত্রা করে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ৭বছর ধরে ছাতক-আন্ধারীগাঁও সড়কের ৫কিলোমিটার সড়ক সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। খানা-খন্দে ভরপুর সড়কটি যানচলাচলে অনুপযোগী হয়ে পড়েছে । প্রতিদিনই ঘটছে ছোট-বড় দূর্ঘটনা। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিার্থীসহ ছাতক-দোয়ারার হাজারো লোকজন এ সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে প্রতিদিন।
বর্ষা মৌসুম শুরু হওয়ায় সড়কটির অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে বড় ধরনের দূর্ঘটনার আশংকা রয়েছে।
স্মারকলিপি প্রদান কালে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপি নেতা আলহাজ্ব মোশতাক আহমদ, সৈয়দ তিতুমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল, শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপি নেতা শামসুর রহমান বাবুল, আব্দুল আলীম, শাহাজুল ইসলাম, জাহেদুল ইসলাম আহবাব, হিফজুল বারী শিমুল, আতাউর রহমান এমরান, মেহেদী হাসান সোনা মিয়া, আলা উদ্দিন, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, আজর আলী মেম্বার, হাজী সুন্দর আলী, মনির উদ্দিন মেম্বার, আব্দুল আউয়াল, মোহাম্মদ আলী, লোকমান মিয়া চৌধুরী, আলী আশকর লাভু, জিল্লুল হক, আবদাল মিয়া, আব্দুল কাইয়ূম, রাশিদ আলী, বাকি বিল্লাহ, খায়ের উদ্দিন, এনাম আহমদ, মাছরুর আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।