জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে ৪টায় উপজেলার লাইতলা রসুলপুর গ্রামের পূর্ব মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন, যুক্তরাজ্য যুবলীগ নেতা শিল্পপতি মো. আরজ আলী।
আকিল শাহ যুব সংঘ ও লাউতলা রসুলপুর পূর্বপাড়া পাঞ্চায়েত কমিটির যৌথ উদ্যোগে এবং সৌদি আরব প্রবাসী ও ক্রীড়া সংগঠক আফজল হোসেন ফজর আলীর ব্যাবস্থাপনায় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে ৮টি টিম রেজিস্ট্রেশন করেছে।
লাউতলা গ্রামের বিশিষ্ট মুরব্বী নুর মিয়ার সভাপতিত্বে উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিল্পপতি আরজ আলী।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক মো. আব্দুল হাই, সাবেক ফুটবলার ক্রীড়া সংগঠক আফজল হোসেন ফজর আলী, সমাজসেবী মো. দবির মিয়া, তেরা মিয়া, আব্দুল কাইয়ুম, হাজি কদর আলী, কিম্মত আলী, বুরহান উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান প্রমূখ।
উদ্বোধনী খেলায় সানজানা এ্যালিভেন কাব লাউতলা একাদশ বনাম সাতই স্পোটিং কাব অংশ নেয়।
নির্ধারিত সময়ের মধ্যে খেলাটি গোল শুন্য ড্র হলে ট্রাইবেকারে ২-০ গোলে সাতই স্পোটিং কাবকে হারিয়ে সানজানা এ্যালিভেন কাব বিজয়ী হয়।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বাফুফে অনুমোদিত জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী মাহবুব হোসেন, কবির আহমদ হীরা ও পরতাব আলী।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন জুয়েল আহমদ নুর।
উদ্বোধনী খেলায় বিজয়ী সানজানা এ্যালিভেন কাবের খেলোয়ার কৃতি ফুটবল তারকা দেলোয়ার হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হওয়ায় তাকে ক্রেষ্ট প্রদান করেন প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবী শিল্পপতি মো. আরজ আলী।