সুনামগঞ্জে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রয় মেলা শুরু

বৈশাখী বিদায় ও রবীন্দ্র জয়ন্তী উপলক্্েয সুনামগঞ্জে ৭ দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণী ও বিক্রয় মেলা শুক্রবার উদ্বাধন করা হয়েছে।

দুপুর পৌনে ১২ টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরতি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।

উদ্বোধন শেষে সুনামগঞ্জ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির(গ্রাসরুট) সভানেত্রী ফৌজিআরা শাম্মীর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।

কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটির (গ্রাসরুট) সমন্বয়কারি অনিতা দাশগুপ্তার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাট্রিজ এর সভাপতি খারুল হুদা চপল, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মতিউর রহমান, কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটি (গ্রাসরুট)’র সভাপতি জেসমিন খান ।

স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটি (গ্রাসরুট)’র প্রধন নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র ।

মেলা দেশের ১২ টি জেলার ৪০ স্টল বসেছে।

প্রতি দিন সকাল ১০ টা থেকে রত ১০ টায় পর্যন্ত মেলা চলবে।

x