মুজিবুর নিখোঁজের ঘটনায় আটকদের রিমান্ড নামঞ্জুর
সুনামগঞ্জে প্রাবাসী বিএনপি নেতা মুজিবুর নিখোজের ঘটনায় সন্দেহজনকভাবে অটককৃত ৩ জনের রিমান্ড না মঞ্জুর করেছেন আদালত।
এরা হচ্ছেন, সুনামগঞ্জের দিরাই পৌর শহরের মৃত হাজী আলীম উল্লাহ চৌধুরীর ছেলে আলী আকবর চৌধুরী, তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের আব্দুল মতিনের ছেলে তারেকুজ্জামান ও সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. জিহাদুল হক।
সোমবার দুপুর দেড় টায় সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিলায় ম্যাজিস্ট্রেট আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
অতিরিক্ত চিফ জুডিশিলায় ম্যাজিস্ট্রেট রেজাউল করিম রিমান্ড না মঞ্জুর করে তাদেরকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নিদের্শ দেন।
এদিকে রোববার ময়মনসিংহের চরসিরতা গ্রাম থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে লিয়াকত আলী(৪৫) ও আবুল কালাম আজাদ (৩০)কে আটক করে পুলিশ সুনামগঞ্জে নিয়ে এসেছে।
আটককৃত লিয়াকত আলী ময়মনসিংহের চরসিরতা গ্রামের মো. জুনাব আলীর ছেলে এবং আবুল কালাম একই গ্রামের মৃত মমরোজ আলী ছেলে।
সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাই চৌধুরী বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ময়মনসিংহ থেকে ২ জনকে অটক করে রোববার রাতে সুনামগঞ্জ নিয়ে আসা হয়েছে।
আব্দুল হাই আরো জানান, লিয়াকত আলী ও আবুল কালাম আজাদ-এর রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী ১৪ মে এ রিমান্ড আবদনের শুনানী হবে।
উলেখ্য, গত রোববার(৪ মে) মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেলকে সুনামগঞ্জ থেকে সিলেটে তার বাসায় যাওয়ার পথে নিখোজ হন।
নিখোজের দু’দিন পর মঙ্গলবার (৬ মে) মুজিবুরের ভাগনি জামাতা রাবউল ইসলাম সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন।
মুজিবুরর রহমানের সন্ধান দাবিতে সুনামগঞ্জ জেলায় রোববার আধাবেলা হরতাল হরতাল পালন করেছে জেলা বিএনপি।