বিশ্বম্ভরপুরে বজ্রপাতে মা -ছেলের মৃত্যু
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াবন্দ গ্রামের সোমবার বজ্রপাতে পারভীন বেগম(২৫) ও তার দু’বছরের ছেলে আরমানের মৃত্যু হয়েছে।
সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
পারভীন উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আমড়াবন্দ গ্রামের মো. আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মো. আনোয়ার হোসেনের ছেলে আরমান সকালে বসত ঘরের বারান্দায় খেলছিল এবং মা পারভীন ছেলের পাশে ছিলে। এসময় বারান্দার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এত মা ও ছেলের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সলুকাবাদ ইউনিয়নের চেয়ারম্যন মাহজেবিন বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছেন।