জলবায়ু বাস্তচ্যুতদের সুরক্ষায় নীতিমালার দাবীতে জাতীয় সমাবেশে পীর মিসবাহ
জলবায়ু বাস্তচ্যুতদের সুরক্ষায় জাতীয় নীতিমালা, স্থানীয় অভিযোজন পরিকল্পনা এবং বিপন্ন এলাকাগুলোতে অধিক বরাদ্দের দাবীতে ঢাকায় ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ঢাকা নগরীর শ্যামলীর হিল টাউন কনভেনশন সেন্টারে নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ, বাংলাদেশ (এনসিসি’বি) এই সমাবেশের আয়োজন করে।
এনসিসি’বির চেয়ারপারসন কাজী ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ আযাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
বক্তারা বলেন, এই ইস্যুতে দেশী-বিদেশী গণমাধ্যমকে আরো বেশী সক্রিয় হতে হবে। অন্যথায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা কঠিন হয়ে পড়বে। এক্ষেত্রে সরকার ও বেসরকারী সংস্থাকে সম্বন্বিত পদক্ষেপ নিতে হবে।