সিলেটে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

সিলেটে জেলার গোলাপগঞ্জ উপজেলায় বাসচাপায় সানাউর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

উপজেলার হিলালপুর গ্রামের মুগলা বাজার এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউর একই গ্রামের শফিকুর রহমানের ছেলে।

মুগলা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরসালিন বিষয়টি নিশ্চিত করে জানান, সানাউর মোটারসাইকেলে বাড়ি থেকে মুগলা বাজারের দিকে আসছিলেন। মুগলা বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।

x