শহরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা
সুনামগঞ্জ: আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে সংগঠনটির উকিলপাড়াস্থ কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি পুনরায় উকিলপাড়ায় এসে সমাবেশে মিলিত হয়।
সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক গৌতম বণিকের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জমিরুল হক পৌরবের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সদস্য আতিকুল ইসরাম, গিয়াস উদ্দিন, মাজহারুল ইসলাম, সহিবুর রহমান, মাসহুদুর রহমান, আতম তিমু, মাহমুদুর রহমান, দিলজার আহমদ, মেহেদী হাসান, পৌর যুবলীগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সদর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কমল তালুকদার, ছিদ্দিকুর রহমান, সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, যুবলীগ নেতা জেবুল আহমদ, মুজতবা মুনওয়ার, মুহিবুল ইসলাম, হাসানুজ্জামান ইস্পাহানি, জনি হোসাইন, নাজমুল হক প্রমুখ।