আইএস প্রধান বাগদাদি নিহত
ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি বাহিনীর প্রধান আবুবকর আল-বাগদাদি মার্কিন বিমান হামলায় নিহত হয়েছেন। সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি এক টুইটার বার্তায় এই মৃত্যুর খবর প্রকাশ করেছেন।
ইতালির বার্তা সংস্থা আনসা এ খবর নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, শনিবার ইরাকের আল আনবর প্রদেশের আল কায়েম নামক স্থানে আইএস’র শীর্ষ নেতাদের সাথে বৈঠককালে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী বিমান হামলা চালানো হলে আহত হন তিনি।
এদিকে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথমে বাগদাদি আহত হয়েছেন বলে খবর প্রকাশিত হলেও পরবর্তীতে ইরাকি প্রধানমন্ত্রী বাগদাদির নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, আইএস বিরোধী যুদ্ধে সহযোগিতার জন্য যখন যুক্তরাষ্ট্র দেশটিতে আরও ১ হাজার ৫০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে, তখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইএস প্রধানের নিহতের খবর প্রকাশ করলেন।