সুনামগঞ্জে বিটিভি’র সুবর্ণ জয়ন্তী পুরষ্কার প্রতিযোগিতা

সুনামগঞ্জ : সুনামগঞ্জে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র সুবর্ণ জয়ন্তী পুরষ্কার প্রতিযোগিতা ২০১৪ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুবর্ণ জয়ন্তী পুরষ্কার প্রতিযোগিতা বেলা ১১টায় শুরু হয়ে চলে সন্ধ্যারাত পৌনে ৭টা পর্যন্ত।

১২টি বিষয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এগুলো হচ্ছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, উচ্চাঙ্গসঙ্গীত, লালনসঙ্গীত, লোকগীতি/পল্লীগীতি/আঞ্চলিক গান, আধুনিক গান, দেশাত্মকবোধক গান,নৃত্য(সাধারণ/উচ্চাঙ্গ), দলীয় নৃত্য (দেশাত্মবোধক/লোকনৃত্য/আধুনিক), অভিনয় (একক/দলীয়), কবিতা আবৃত্তি ও গল্প বলা। ১২টি বিষয়ে ৩টি শাখায় প্রতিযোগিতায় অংশ নেয়। শাখাগুলো হচ্ছে,‘ক’, ‘খ’ ও ‘গ’।

সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ১১টি উপজেলার সাড়ে ৩শতাধিক প্রতিযোগি অংশ নেয়। এ প্রতিযোগিতায় বিচারকমন্ডলী ছিলেন, স্থানীয় প্রথম সারির শিল্পীরা।

প্রতিটি শাখায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান অধিকারিদের মধ্যে প্রতিযোগিতা শেষে সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, জেলা জাসদের সভাপতি আ.ত..ম সালেহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।

x