সাবিহা ইউছুফ রেবা’র জানাজা সস্পন্ন
সুনামগঞ্জ : সিলেটের ডাক ও বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু’র ছোট বোন ও কৃষি ব্যাংক বিশ্বম্ভরপুর শাখা ব্যবস্থাপক আব্দুর রব চৌধুরীর স্ত্রী সাবিহা ইউছুফ রেবা’র জানাজা সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বাদজোহর ষোলঘর পুরাতন মসজিদ প্রাঙ্গনে তাঁর জানাজা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে শহরের বনানীস্থ কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
রেবা’র মৃত্যুতে আরো শোক প্রকাশ করেছেন, প্রবীন আইনজীবী ও লেখক হোসেইন তওফিক চৌধুরী, সুনামগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু আলী সাজ্জাদ হোসাইন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মজাদ চৌধুরী, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, অধ্যাপক আব্দুর রশিদ, দৈনিক উত্তরপূর্ব-এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট সংবাদ প্রতিনিধি আজিজ আহমদ সেলিম, সিলেট বিএনপি নেতা সালেহ আহমদ খসরু, দৈনিক ইত্তেফাকের সিলেট প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধুরী, ড.মনিরুজ্জামান, প্রকৌশলী মোজাম্মেল আলী, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নবী হোসেন প্রমুখ।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাবিহা ইউছুফ রেবা মৃত্যুবরণ করেন।