সুনামগঞ্জ-সিলেট সড়কে দুর্ঘটনায় আহত ৩
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট সড়কের ধারণ এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালক ও অন্যান্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন