ভবিষ্যতের ভাবনা

বাংলাদেশ নিয়ে নতুন করে বলার কিছু নেই। ৩০লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতার চার দশক পরেও আমরা আমাদের সবকিছু ছেড়ে দিই নিয়তির ওপর।

আমাদের ভবিষ্যত কি? আমাদের দেশের ভবিষ্যত কি? কেউ বলতে পারবেন? না, মনে হয় না। আর ভবিষ্যতও যে খুব একটা ভাল হবে তাও বলা যায়না। সবাই ব্যস্ত বর্তমান নিয়ে। ভবিষ্যত নিয়ে কেউ ভাবেননা।

আমরা এমন একসময় অতিবাহিত করছি, যা থেকে আমরা অন্তত এটুকু বুঝতে পারি যে, আমাদের জন্য কঠিন ভবিষ্যত অপেক্ষা করছে।

দেশের ভবিষ্যত, নিজেদের ভবিষ্যত নিয়ে আমাদের এখনই ভাবতে শিখতে হবে। এখনই সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করেন তাঁদেরকে আরো দায়িত্ববান হতে হবে, দেশপ্রেম জাগিয়ে তোলতে হবে। দেশপ্রেম থাকলেই আমরা দেশের প্রতি দায়িত্বশীল হব, দেশকে এগিয়ে নিতে পারব।

লেখক: আইনজীবী, সিলেট জেলা ও দায়রা জজ আদালত, সিলেট।

x