আন্দোলন করে সরকার পতন ঘটানো হবে
ঢাকা: ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্য প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তাতেই আমাদের অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়েছে। বিএনপি আন্দোলনে নেই- এটা ভুল। আমরা আন্দোলনে আছি, থাকব। সময় মত জনগণকে সম্পৃক্ত করে অবৈধ সরকারের পতন ঘটানো হবে। আন্দোলনের বিকল্প নেই। সময় মতো উপযুক্ত আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ক্ষমতাসীন সরকারকে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে।
তিনি বলেন, অবৈধ সরকারের দুঃশাসনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড রোধ করতে জাতিসংঘের আহবান প্রসঙ্গে বিএনপির অভিমত জানতে চাইলে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিএনপি কোন মন্তব্য করেনি।
যুদ্ধাপরাধের বিচার হোক বিএনপি তা চায়। তবে তা হতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দাকার মাহবুব হোসেন, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, শিক্ষা বিয়ষক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।