দোয়রাবাজারে অটো-টেম্পু-হিউম্যান হলার মলিক সমিতির কমিটি গঠন

সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলার অটো টেম্পু, অটোরিক্সা, ইমা লেগুনা, হিউম্যান হলার মালিক সমিতির ২০১৫-২০১৬ সনের কমিটি গঠন করা হয়েছে।

মালিক সমিতির সভাপতি মো. বাবুল মিয়ার সভাপতিত্বে ও মো. জিয়াউর রহমানের পরিচালনায় সংগঠনের কার্যালয়ে শুক্রবার সকালে কমিটি গঠন পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য মোঃ মুস্তফা মিয়া, সমছু মিয়া, খুরশেদ আলম মাষ্টার, রতন দাস, বশির উদ্দিন, জমির আলী, আলম মিয়া, নাসির উদ্দিন, হিমে মিয়া, রহমান আলী, আলখাছ মিয়া, উজ্জল মিয়া, আমজাদ হুসেন, জামাল মিয়া, হুসেন মিয়া, আনোয়ার হুসেন, রশিদ আলম,সপন দাস প্রমুখ।

সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. বাবুল মিয়া সভাপতি, মোঃ হানিফ মিয়া সহ সভাপতি, মো. জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক, জিসু দাস সহ সাধারণ সম্পাদক, মতিউর রহমান সাংগঠনিক সম্পাদক, মো. সাহিন মিয়া কোষাধ্যক্ষ ও মো. বসির উদ্দিনকে সদস্য করে কমিটি গঠন করা হয়।

x