বর্ণিল আয়োজনে প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জে আলোচনা, জন্মদিনের কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বিকেল ৪টায় শহরের পৌরভবন চত্বরের মুক্তমঞ্চে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।

আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়, সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন, সংস্কৃতিকর্মী অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন, লন্ডন-প্রবাসী সমাজকর্মী দেওয়ান শাহানা আক্তার চৌধুরী, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি রাজু আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বন্ধুসভার সদস্য দেওয়ান গিয়াস চৌধুরী ও তাজকিরা হক তাজিন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্ধুসভার সোহেল রানা, ফারজিয়া হক ফারিন, রাকিবা ইসলাম ঐশি, সনি চন্দ, রিতা আচার্য, মেহেদী হাসান, পলিন বেগম, অমিত বর্মণ, আফসার সায়েন, মুক্তা আচার্য, আতিফ, প্রিয়, পূথিপাঠ করেন সামির পল্লব, কবিতা আবৃতি করেন ফারজানা আক্তার সাথী, নাযরা-তান-নাইম সালওয়া, নৃত্য পরিবেশন করে মৌলি।

শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে অর্জিত এই দেশ কখনো পথ হারাতে পারে না। রাজনৈতিক বিভেদ, সংঘাত, দুর্নীতি, দুর্বৃত্তপনা দেখে মাঝে মাঝে হতাশা হয়ে পড়ি। তখন প্রথম আলো মনে আশা জাগায়। সাহস দেয়। বাংলাদেশ সব বাধা পেরিয়ে এগিয়ে যাবেই।’

নারীনেত্রী শীলা রায় বলেন, ‘সেই শুরু থেকেই প্রথম আলোর সঙ্গে আছি। তাদের সব কাজে থাকার চেষ্টা করি। বড় আপন মনে হয় প্রথম আলোকে।’

জাকিয়া নাসরিন বলেন,‘পৃথিবীজুড়ে যত বাংলাদেশী আছেন সবাইকে এক সূতোয় বেঁধেছে প্রথম আলো। আমাদের সম্মিলিত চেষ্টায় কালকের পৃথিবীটা আমাদের হবেই।’

মলয় চক্রবর্তী রাজু বলেন ‘একটি পরিবারের সবার পত্রিকা প্রথম আলো। সকালে ঘুম থেকে ওঠে আমার প্রথম কাজ হলো অনলাইনে প্রথম আলো পড়া। মজার ব্যাপার হলো, এখন দেখি আমার ছোট্ট ছেলেটিও এখন আমার সঙ্গে সেই কাজটি করে।’

কানিজ সুলতানা বলেন, ‘সব মানুষের প্রিয় পত্রিকা প্রথম আলো। পাঠকের আস্থা এবং বিশ্বাস নিয়ে প্রথম আলো আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।’

জাকির হোসেন বলেন, ‘প্রথম আলো আমার প্রিয় পত্রিকা। প্রথম আলোর খবরের সঙ্গে অন্যপত্রিকার খবরের তুলনাই হয়না।’

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেন বন্ধুসভার সহসভাপতি এ আর জুয়েল, প্রদীপ পাল, আলী হায়দার, রনজিৎ কুমার দে, রাজিব দেব, রুজেল আহমদ, শুভ্র দাশ রাজন, রবিন আহমদ, সুবজ কান্তি দাশ, মাহবুবুর রহমান মান্না, ফাহমিদা আক্তার, শাহেদা আক্তার, জাকের আহমদ, বিদিশা গোলদার তুলি প্রমুখ।

অনুষ্ঠানে বন্ধুসভার নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান গিয়াস চৌধুরী।

x