নবান্ন উৎসব পালন করল শিশু একাডেমী
সুনামগঞ্জ: ঋতু পরিক্রমায় হাজার বছর ধরে আবহমান গ্রাম–বাংলার ঘরে ঘরে আনন্দ বয়ে আনে নতুন ফসল। নতুন ফসলকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় নবান্ন উৎসব। এই ঐতিহ্যকে তুলে ধরতে ভিন্নধর্মী সাজে সুনামগঞ্জে শিশু একাডেমীও পালন করল নবান্ন উৎসব।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে ১ অগ্রহায়ণ ১৪২১ বঙ্গাব্দ উপলক্ষে এ আয়োজন করে শিশু একাডেমী।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা ও পুরষ্কার বিতরণী পর্ব অন্তর্ভুক্ত ছিল।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নবান্ন উৎসব আমাদের ঐতিহ্য। এসব ঐতিহ্যকে টিকিয়ে রাখতে হবে।’
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হেমায়েতুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মলয় চক্রবর্তী রাজু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ।
এর আগে, মোরগের লড়াই, বিস্কুট দৌঁড়, হাড়ি ভাঙ্গা, ঘুড়ি বানানো ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমী এ আয়োজন শেষে বাড়ি ফেরার সময় অনুষ্ঠানে অংশ নেয়া শিশুদের চোখে মুখে খুশির ঝিলিক দেখা যাচ্ছিল।