দারিদ্রমুক্ত দেশ আমরা গড়বোই
ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্রমুক্ত দেশ আমরা গড়বোই। কোন হুমকিই আমাদের ঠেকাতে পারবে না। বাংলাদেশ এগিয়ে চলেছে কোন সন্দেহ নেই।
শনিবার বিকালে যুবলীগের এ প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী যুবলীগের উদ্দেশ্য করে বলেন, এমন কোনো কাজ করবেন না যা দলের বা দেশের কোনো ক্ষতি হয়। আপনারা যে ওয়াদা নিয়েছেন তা যেন ঠিক থাকে।
তিনি আরো বলেন, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবোই। সোনার বাংলা গড়তে হলে যুবকদের সহযোগিতা্য় করতে হবে।
একাত্তর সালে যারা ধষর্ণ করেছে , গণহত্যা চালিয়েছে তাদের স্থান বাংলার মাটিতে হতে পারে না বলেও সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মুশতাকের দোসর না হলে জিয়াউর রহমানকে কেন তিনি সেনাবাহিনীর দায়িত্ব দিলেন। পঁচাত্তরের হত্যাকাণ্ডের পর দেশের কপালে কালিম লিপন করেছেন মুশতাক ও তার দোসররা।
সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে যুবলীগ। সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়াম্যান ওমর ফারুক চৌধুরী।