৬৪ বছরেও সরকারি হয়নি জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়
সুনামগঞ্জ: প্রতিষ্ঠার শুরু থেকেই সরকারিকরণের দাবী জানিয়ে আসলেও দীর্ঘ ৬৪ বছরেও সরকারি হয়নি জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।
জানা যায়, ১৯৫০ সালের ১ জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই সরকারিকরণের দাবি করে আসছিল এলাকাবাসী।
শিক্ষায় পিছিয়ে থাকা সুনামগঞ্জের অন্যতম একটি উপজেলা জামালগঞ্জ। জামালগঞ্জে এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠাকালে আর কোনো মাধ্যমিক বিদ্যালয় ছিল না। ফলে তখন থেকেই বিদ্যালয়টি এলাকার শিক্ষা ব্যবস্থার অবলম্বন হয়ে ওঠে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই বিদ্যালয়ে ১৯৬৮ সালে খোলা হয় বিজ্ঞান বিভাগ। ১৯৭৭ সালে উপজেলা সদর বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনায় ‘পাইলটের’ অন্তর্ভুক্ত হয়। এসএসসি পরীক্ষাকেন্দ্র চালু হয় ১৯৮১ সালে। ছাত্রাবাস চালু হয় ১৯৭৯ সালে। সরকারি বেতনক্রম চালু হয় ১৯৮০ সালে।
প্রায় ১.৬৫ একর জমির মধ্যে এল প্যাটার্ন টিনশেড ভবনের প্রতি ক্লাশে তিনটি সেকশনসহ মোট ১৬টি কক্ষ নিয়ে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।
প্রধান শিক্ষকের বাসভবনের পাশেই ৫শ বর্গফুট আয়তনে রয়েছে গোলাম কিবরিয়া ছাত্রাবাস। এখানে ৫০ জন ছাত্রের লেখাপড়া ও থাকার ব্যবস্থা আছে। তারই পাশে ছোট কোয়ার্টারগুলোতে সিনিয়র শিক্ষকদের বাসস্থান। রয়েছে খেলার মাঠ। ফ্যাসিলিটিজ বিভাগের নির্মিত দ্বিতল ভবন রয়েছে।
বর্তমানে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে প্রায় ১৩শ ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে ১২শ ছাত্র ও ১শ ছাত্রী।
বিগত ৪ বছরের এসএসসির ফলাফল ২০১১ সালে ৯৩.৩৮%, ২০১২ সালে ৯৫.১৮%, ২০১৩ সালে ৯১.১৭%। ২০১৪ সালের এসএসসির ফলাফলে বিদ্যালয়টি জামালগঞ্জ উপজেলায় শীর্ষস্থানে রয়েছে। ১৯৮৮ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পেয়েছিল জাতীয় পুরস্কার।
জানা যায়, ২৫ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ১৮ জন শিক্ষক ও ৩ জন কর্মচারী এমপিওভুক্ত। সরকার থেকে মাসিক বেতন আসে ২ লাখ ৪ হাজার ৮শ ১০ টাকা। জাতীয়করণ করা হলে মাসিক অতিরিক্ত ৬৮ হাজার ৬শ ১০ টাকার প্রয়োজন।
সরকারের দেয়া বিভিন্ন সময়ে প্রতিশ্রুতির মধ্যে (ক) ১৯৭৪ সালের মার্চ মাসে, (খ) ১৯৭৮ সালের ১৮ সেপ্টেম্বর, (গ) ১৯৮২ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বার্তা প্রেরণ (ঘ) ১৯৯৩ সালের ২ জানুয়ারি তাহিরপুর থানা সফরকালে বিশেষ বাহক মারফত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকীর সই করা ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব শফিউল আলম চিঠি। এর অনুলিপি পাঠিয়েছিলেন সংসদ সদস্য সুনামগঞ্জ-১ আসন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব, জেলা প্রশাসক সুনামগঞ্জ, পরিচালক ৮, প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, প্রধানমন্ত্রীর সচিবের একান্ত সচিব, সিস্টেম এনালিস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়।
তাছাড়া প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগ সরকারের নির্বাচনের আগে। আওয়ামী লীগ তৎকালে সরকার গঠন করলে পররাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুস সামাদ আজাদ জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের অঙ্গীকার করেছিলেন।
জামালগঞ্জবাসী এখনও এই বিদ্যালয়কে সরকারিকরণের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তার অপেক্ষায় দিন গুনছে। বর্তমান সরকারের আমলে বিদ্যালয়টি সরকারিকরণ করা হবে বলে প্রত্যাশা তাঁদের।