ছাতকে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ২০
সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে শহরের ভাজনা মহল গ্রামের রাস্তা পাকাকরণ কাজ নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ ২০ জন আহত হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে শহরের ভাজনা মহল আবাসিক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৩৩ রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে।
এ সময় ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি সহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধ ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গুলিবিদ্ধের বিষয়টি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, গত এক সপ্তাহ পূর্বে ছাতক-আন্ধারীগাঁও সড়কের ভাজনা মহল এলাকায় পাকা করনের কাজ শুরু হয়। সড়কে মাটি ভরাট ও পাথর দিয়ে কাজ করার সময়ে সীমানা নির্ধারন নিয়ে গ্রামের আরাফাত আলীর সাথে একই গ্রামের আব্দুল হান্নানের কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বিষয়টি সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করে জানান, ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি সংঘর্ষ থামাতে গিয়ে ইট-পাটকেলে কিছুটা আহত হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।