গণমাধ্যম আমার কথা বিকৃত করেছে

ঢাকা: ৫ জানুয়ারী নির্বাচন, চাকুরীতে দলীয়করণ ও ছাত্র লীগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয় নিয়ে তার বক্তব্য গণমাধ্যম বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম।

সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কোনো অনুশোচনার প্রশ্নই ওঠে না। আমি যে কথাগুলো বলেছি, এখানে অনুশোচনার কোনো ব্যাপার নেই। আমি দলের এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন। নেত্রী (শেখ হাসিনা) আমার ওপর যথেষ্ট আস্থা রাখেন। আমি এখন পর্যন্ত এমন কোনো কাজ, কথা বলি নাই বা করি নাই, যার ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

সরকারি চাকরি প্রার্থী ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি এইচ টি ইমাম-এর এই ‘আশ্বাস’ রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি করেছে।

কোনো কোনো মহল এই বিষয়টিকে কেন্দ্র করে ধুম্রজাল সৃষ্টির চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি দৈনিক প্রথম আলো পত্রিকায় তার সংবাদ প্রকাশ নিয়ে বলেন তারা লিখেছে আমাকে ফোন করে পায়নি কিন্তু আমাকে না পেলেও আমার আশেপাশে দলের বা কর্মকর্তা কর্মচারীরা থাকে তাদের কাছে ফোন করতে পারত। এসব অজুহাত ছাড়া আর কিছু নয়।

x