৯ থানা ও ৩ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা
সুনামগঞ্জ : সুনামগঞ্জের ৯টি থানা ও ৩টি পৌর সভায় বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর দিরাইস্থ বাসভবনে এ কমিটির ঘোষণা করেন, নাছির উদ্দিন চৌধুরী ও আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন গঠিত এ আহ্বায়ক কমিটি গুলো ঘোষণা করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর প্রেস সচিব ও দিরাই উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সুনামগঞ্জ মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দিরাই পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী সুনামগঞ্জ মিররকে জানান, ঘোষণার সঙ্গে সঙ্গে আহ্বায়ক কমিটি গুলোকে অনুমোদন করা হয়েছে।
আকবর আলীকে আহ্বায়ক ও আ.স.ম. খালিদ কে প্রথম সদস্য করে ৩২ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ সদর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
সাবেক ছাত্রদল নেতা রেজাউল হক আহ্বায়ক ও নূর হোসেন কে প্রথম সদস্য করে ৩৪ সদস্য বিশিষ্ট সুনামগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি,
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুণ অর রশিদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আব্দুল হককে প্রথম সদস্য করে ৩২ সদস্য বিশিষ্ট বিশ্বম্ভরপুর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
নূরুল হক আফিন্দিকে আহ্বায়ক ও আব্দুল মুকিত মাস্টারকে প্রথম সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট জামালগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব খান কে আহ্বায়ক ও আব্দুল হককে প্রথম সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট ধর্মপাশা থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
সবুজ মিয়া কে আহ্বায়ক ও আব্দুল বারেক খন্দকারকে প্রথম সদস্য করে ৩৪ সদস্য বিশিষ্ট মধ্যনগর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ আহ্বায়ক ও আনোয়ার হোসেনকে প্রথম সদস্য করে ৩৮ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুনামগঞ্জ থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
লে.কর্ণেল (অব.) সৈয়দ আলী আহমদ আহ্বায়ক ও কবির আহমদকে প্রথম সদস্য করে ৩৫ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
আব্দুল মতিনকে আহ্বায়ক ও আহমদ মিয়াকে প্রথম সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি,
আব্দুস সোবহানকে আহ্বায়ক ও আব্দুল মালিক মাস্টারকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট দোয়ারাবাজার থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি,
ফারুক আহমদকে আহ্বায়ক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেলকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট ছাতক থানা বিএনপি’র আহ্বায় কমিটি,
সৈয়দ তিতুমীর কে আহ্বায়ক ও জয়নাল আবেদীন মহি কে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট ছাতক পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে নাছির চৌধুরীর নির্বাচনী এলাকা দিরাই-শাল্লায় কমিটি গঠন করা হয়।
সম্প্রতি কেন্দ্র থেকে তাহিরপুর উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়েছে।