ধর্মপাশায় বিএনপি’র পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান না পেয়ে উপজেলা সদরে ঝাড়ু মিছিল করেছে পদবঞ্চিতরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপি’র আলী আহসান মার্কেটের কার্যালয় থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব খানকে আহ্বায়ক করে উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও আহ্বায়ক কমিটির প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ ঝাড়ু মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।

x