আটক ৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্ত থেকে ৫ বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৪ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় টেকেরঘাট বিওপি’র কমান্ডার সুবেদার গোলাম রউফের কাছে বিএসএফ ৫ বাংলাদেশিকে ফেরত দেয়।

সুনামগঞ্জ-৮ বিজিরি’র টেকেরঘাট বিওপি’র কমান্ডার সুবেদার গোলাম রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, দুপুর সোয়া ২টার দিকে তাহিরপুর উপজেলার লালঘাট গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল্লাহ (৩৪), একই গ্রামের অনুর উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম (৩৫), রিয়াজ উদ্দিনের রিটন মিয়া(২৮), আব্দর রশিদের ছেলে দীন ইসলাম (৩২) ও হাদিস মিয়ার ছেলে শহিদ মিয়া (২৬) লাকড়ি কুড়াতে গিয়ে সীমান্তের কাছে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধরে নিয়ে যায়।

পরে বিজিবি’র পক্ষ থেকে তাদের ফেরত আনতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলে বিকেল সাড়ে ৫ টায় বিএসএফের পক্ষে কোম্পানী কোমান্ডার ইন্সপেক্টর অমপ্রকাশ এবং বিজিবি’র পক্ষে টেকেরঘাট বিওপির কমান্ডার সুবেদার গোলাম রউফ পতাকা বৈঠকে মিলিত হন।

এসময় বিএসএফের হাতে আটককৃতদের বিজিবি’র কাছে ফেরত দেওয়া হয়।

x