ছাতক-দোয়ারা বিএনপি’র আহ্বায়ক কমিটি পুনর্গঠনের দাবি

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং ছাতক পৌর বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটি পুনর্গঠনের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন করেছেন ছাতক ও দোয়ারাবাজ উপজেলা বিএনপি’র তৃণমূল নেতারা।

বুধবার দুপুর ২টায় শহরের কাজির পয়েন্টে একটি অভিজাত রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন করেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী গ্রুপের নেতাকর্মীরা।

ছাতক ও দোয়ারাবাজার তৃণমূল নেতাকর্মীদের ব্যানারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দোয়ারাবাজার বিএনপি নেতার ফারুক আহমদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় বিএনপি ৩ টি গ্রুপে বিভক্ত রয়েছে।

তিনি বলেন, গ্রুপগুলো হচ্ছে, সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির প্রথম সদস্য ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন গ্রুপ, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী গ্রুপ এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ মুনসিফ আলী গ্রুপ।

লিখিত বক্তব্যে ফারুক উল্লেখ করেন, কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও ছাতক পৌর বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নির্দশনায় আনুপাতিক হারে নবগঠিত এ কমিটি গঠন না করে জেষ্ঠতা লঙ্গন করে মিলন গ্রুপ ও মিজান গ্রুপকে আধিক্য দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, সৈয়দ মুনসিফ আলীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী দুই নেতা কলিম উদ্দিন আহমদ মিলন ও মিজানুর রহমান চৌধুরী হঠাৎ করে গোপন আঁতাতের মাধ্যমে মুনসিফ আলী গ্রুপের নেতাকর্মীদের কোণঠাসা করতে একতরফাভাবে ছাতক, দোয়ারা বাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অবিলম্বে ছাতক, দোয়ারবাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপি’র গঠিত কমিটি ভেঙ্গে নতুন আহ্বয়ক কমিটি গঠনের জন্য সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান ফারুক।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা বিএনপি নেতা হাজী নূর উদ্দিন, আলী আহমদ, জয়নাল আবেদীন, হাজী আইন উদ্দিন, ছাতক উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান বাবলু, মাছুম আহমদ, আলী হায়দার, রইছ উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সোমবার দিনগত রাত সাড়ে ১০টায় ছাতক, দোয়ারাবাজার ও ছাতক পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

x